|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
সহকর্মীর সাথে একাধিকবার নারী কেলেংকারী ঘটনা, অনিয়ম, দূর্নীতি ও নানা অভিযোগে নওগাঁর ধামইরহাটের শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও নারী শিক্ষিকা সুমাইয়া উম্মে শামছির বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, সুধী সমাজ ও এলাকাবাসীরা।
মঙ্গলবার ৮ই জুন বেলা সাড়ে ১১টায় ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ওই প্রতিষ্ঠানের অভিভাবক আতাউর রহমান বাবু, ইকবাল হোসেন লেবু, স্থানীয় ইউপি সদস্য ওহেদুজ্জামান, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্ক ও নানা অনিয়মের সংবাদ প্রচারে বক্তব্য দেওয়ার জেরে হয়রানিমূলক একজন সাংবাদিক ও পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহার ও ওই শিক্ষকদের প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।