ধর্ষনের প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ, গণধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে উত্তাল নারায়ণগঞ্জ শহর।

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ, গণধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে উত্তাল নারায়ণগঞ্জ শহর।  

বুধবার ৭ অক্টোবর সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার , কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আন্দোলন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট , প্রীতিলতা বিগ্রেড , এন্টিরেপ স্কোয়াড , ধর্ষন ও নিপিড়ন বিরোধী ছাত্র ঐক্যসহ ছোট-বড় ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।

এসময় বিভিন্ন ছাত্র সংগঠণ ও সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ৭ দফা দাবী আদায়ে আন্দোলন করে। তাদের ৭ দফা দাবীগুলো হলোঃ- আইন পুনঃবিবেচনার মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা, ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন এবং ৩০ থেকে ৬০ কার্যদিবসের মাঝে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া তৈরী করা, ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা, জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা, নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন, পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মাঝে সম্পন্ন করা ও দলীয় মদদে কোনো ধর্ষণকে বা কোনো অপরাধকে আশ্রয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার বলেন , আজকের বাংলাদেশের মতো একটি দেশ আমরা কখনো চাইনি । আমাদের প্রধানমন্ত্রী একজন নারী হয়ে আজ চুপ বসে আছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশ একমাত্র দেশ নয় যেখানে এত ধর্ষন হয় । তাদের সকল কাজ আজকে ইঙ্গিত দিচ্ছে তারা ধর্ষকদের পক্ষে । আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই । বক্তব্য শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টকে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

অন্যদিকে কেদ্রীয় স্মৃতিস্তম্ভের সামনে বিক্ষোভ সমাবেশে ‘ধর্ষন ও নিপিড়ন বিরোধী ছাত্র ঐক্য’ এর সদস্যদের প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় । এসময় তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

নারায়নগঞ্জ কেন্দ্রীয় শহীদ মীনারে তিন দিন যাবত সারাদিন ধর্ষনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন করছে তোলারাম কলেজের শিক্ষার্থীরা । তারা জানায় ধর্ষকদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহন করবো ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন