ধর্ষকদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

সোমবার ১৫ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে সচেতন নাগরিক সমাজ ও সচেতন ছাত্রছাত্রী বৃন্দের ব্যানারে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

এ সময় মানববন্ধনকারীরা ধর্ষণের ঘটনায় জড়িতদের এখনো পর্যন্ত গ্রেপ্তার না করতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। এছাড়া জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে সরকারের প্রতি দাবি জানান তারা।

এদিকে, অবরোধ করে বিক্ষোভের কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মানববন্ধনকারীদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে উপজেলার নতুন চরচাষী গ্রামে নিজ বাড়ির উঠান থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করে আকাশ ও সালাউদ্দিন নামে দুই বখাটে।

পরদিন শুক্রবার এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত  আটক করতে পারেনি পুলিশ।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, দোষীদের গ্রেফতারে তারা সর্বাত্মক চেষ্টা করছেন অচিরেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।

সংবাদ সারাদিন