দৌলতখানে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

গুরুতর আহত সাংবাদিক আহ‌মেদ শফী দৌলতখান উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চিকিৎসাধীন

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||

ভোলার দৌলতখান উপজেলায় আহ‌মেদ শফী না‌মে পেশাগত দায়িত্বরত এক সাংবা‌দিকের উপর হামলা চা‌লি‌য়ে‌ছে সন্ত্রাসীরা। গুরুতর আহত ওই সাংবাদিক দৌলতখান উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চিকিৎসাধীন।

সাংবা‌দিক আহ‌মেদ শফী দৌলতখান প্রেসক্লা‌বের সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক ও স্থানীয় দৈ‌নিক বাংলার ক‌ণ্ঠের উপ‌জেলা প্রতি‌নি‌ধি।

আহ‌মেদ শফী জানান, শুক্রবার বি‌কে‌লের দি‌কে একটি সংবাদের কাজে তথ্য সংগ্রহ করতে উপ‌জেলার উত্তর জয়নগর ইউ‌নিয়‌নের ৪ নং ওয়া‌র্ডের মধ্য জয়নগর এলাকায় যান। সেখান থেকে ফেরার ফেরার পথে তার মোটরসাই‌কেলের চেইন প‌রে যায়। তি‌নি এক জায়গায় দাড়িয়ে মোটরসাইকেলের চেইন সারা‌চ্ছি‌লেন। এ সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চা‌লি‌য়ে তা‌কে রক্তাক্ত জখম ক‌রে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে আসে।

তি‌নি আ‌রও জানান, এ বিষ‌য়ে দৌলতখান থানায় ছয় জনের না‌ম উ‌ল্লেখ ও অজ্ঞাত ২০ জন‌কে আসামী ক‌রে এক‌টি মামলার এজাহার জমা দি‌য়ে‌ছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি‌) মো. বজলার রহমান জানান, আমরা অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। বিষয়‌টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন