দেশের সব মাদ্রাসায় উদ্ভাবক মিজান পৌঁছে দেবেন একলাখ কোরান শরীফ

বিশ্বব্যাপী করোনা ভাইরাস রোগ মুক্তি কামনায় দেশের সকল মাদ্রাসাতে ১ লাখ কোরআন শরিফ পৌঁছে দেবেন শার্শার কৃতি সন্তান উদ্ভাবক মিজান।

|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর) ||

বিশ্বব্যাপী করোনা ভাইরাস রোগ মুক্তি কামনায় দেশের সকল মাদ্রাসাতে ১ লাখ কোরআন শরিফ পৌঁছে দেবেন শার্শার কৃতি সন্তান উদ্ভাবক মিজান। রোববার কোরআন পৌঁছে দেয়ার সেই উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটলেন কোরআন প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় চাম্পিয়ন ১২ বছর বয়সী হাফেজ মো. মাহফুজুর রহমান। নাভারণ হক কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে হাফেজ মো. মাহফুজুর রহমানকে সম্মাননাও দেন উদ্ভাবক মিজান।

কোরআন বিতরণ অনুষ্ঠানে শার্শা উপজেলার মাদ্রাসা ও এতিমখানা থেকে দুইজন করে ছাত্র-ছাত্রীদের মধ্যে কোরআন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

বিজয়ী সকলকে পবিত্র কোরআন শরিফ ও ক্রেষ্ট দেওয়া হয়। এসময় মাদ্রাসার শিক্ষকদের হাতে কোরআন শরিফ, বই, খাতা, কলম পেন্সিল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এক প্রতিবন্ধি ছেলেকে একটি হুইল চেয়ারও দেন তরুণ সমাজ সেবক মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের কৃতি সন্তান বিভাগীয় চাম্পিয়ন হাফেজ মাহফুজুর রহমান। মাত্র ১২ বছর বয়সে এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে দেশ ও জনগণের কাছে দোয়া চান শিশু মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা দারুল উলুম মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবু, যশোর প্রথম আলো বন্ধুসভার মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সমাজ সেবক ডা. বিল্লাল হোসেন, তরুন সমাজ সেবক আলমগীর হোসেনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তি।

সংবাদ সারাদিন