দেশের বৃহত্তম কেমিক্যাল কারখানা চালু হলো বগুড়াতে

বগুড়ার শেরপুরে এসআর কেমিক্যাল কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। বুধবার দুপুরে কারখানার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। প্রথম দিন কারখানায় উৎপাদিত হয় ১০৭ টন রাসায়নিক দ্রব্য।

|| সারাবেলা প্রতিনিধি, বগুড়া ||

বগুড়ার শেরপুরে এসআর কেমিক্যাল কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। বুধবার দুপুরে কারখানার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। প্রথম দিন কারখানায় উৎপাদিত হয় ১০৭ টন রাসায়নিক দ্রব্য।

কারখানার এমডি আসিফ রব্বানী জানান, কস্টিক সোডা, ব্লিচিং ফাইন ও ব্লিচিং পাউডারসহ সাত ধরনের রাসায়নিক দ্রব্য উৎপাদন করবে এসআর কেমিক্যাল। এসব পণ্যের চাহিদা রয়েছে ভারত, শ্রীলংকা ও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। চীনা কোম্পানি (ডিজু কেমটিকস কেমিক্যাল কোম্পানি লিমিটেড) বছরে ১২ হাজার টন ব্লিচিং ফাইন নিতে চায়। তবে দেশে চাহিদা থাকায় প্রাথমিকভাবে মোট উৎপাদনের ৫০ শতাংশ অর্থাৎ ছয় হাজার টন চীনে রফতানি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শেরপুরে ১০০ বিঘা জমির ওপর কারখানা স্থাপনে খরচ হয়েছে প্রায় ৮৫০ কোটি টাকা। এ শিল্প কারখানায় এক হাজার নারী ও পুরুষের কর্মসংস্থান হবে। দেশের কাপড় ও কাগজ শিল্পে রাসায়নিক দ্রব্যের চাহিদা পূরণ করা গেলে বছরে ২০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের প্রধান রায়হান ফেরদৌস জানান, পণ্যের মান ঠিক রাখতে আধুনিক গবেষণাগার তৈরি করা হয়েছে। কারখানায় প্রতিদিন বিøচিং ফাইন ও পাউডার ৪০টন, কস্টিক সোডা ১০০টন, হাইড্রোক্লোরিক অ্যাসিড ৩৫টন, সোডিয়াম হাইড্রোক্লোরাইট ১২টন ও তরল ক্লোরিন ১০টন উৎপাদিত হবে।

এসআর গ্রুপের চেয়ারম্যান ও বগুড়া-৬ সদর আসনে বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ জানান, বহু বছর ধরেই বগুড়ায় একটি ভারী শিল্পকারখানা তৈরি চেষ্টা করছিল সরকার। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি।
তিনি বলেন, এ কোম্পানি তৈরিতে সরকারের সবগুলো দফতর; বিশেষ করে বিদ্যুৎ এবং পরিবেশ অধিদফতর আন্তরিকভাবে সহযোগিতা করেছে। কারখানা স্বাভাবিকভাবে উৎপাদনে থাকলে মাসে অন্তত ৬ কোটি টাকার বিদ্যুৎ বিল পাবে সরকার।

সংবাদ সারাদিন