|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||
রেকর্ড সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা আর নজিরবিহীন নিরাপত্তায় অনুষ্ঠিত ভোটে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের প্রার্থী এ.এফ.এম তারেক মূন্সী পেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট। নির্বাচনে শতকরা ৪৬.৮৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোট চলাকালে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়।
উল্লেখ্য, গত বছরের ৩রা ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। উক্ত শূণ্য আসনে রোববার ভোট হলো।