দেবিদ্বারে বিল থেকে নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ‘তুলাগাও-সাবের পুকুরপাড় বিল’ থেকে হাসনেয়ারা বেগম ওরফে হাসু বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ‘তুলাগাও-সাবের পুকুরপাড় বিল’ থেকে হাসনেয়ারা বেগম ওরফে হাসু বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার বেলা ২টায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহববুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করেন। হাসনেয়ারা বেগম সাবের পুকুরপাড় গ্রামের আবুল হাসেম’র প্রথম স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তুলাগাঁও গ্রামের এক কৃষক গরুর ঘাস কাটতে গিয়ে সাবের পুকুরপাড় বিলে কচুরি পানার স্তুুপের উপর ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

লাশ উদ্ধারকালে মৃতদেহের উপর একটি চটের বস্তা ছিল, পাশে এক টুকরো কাগজ ও একটি পানি খাওয়ার মগ পাওয়া যায়।

এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. মাহববুর রহমান জানান, মরদেহের কানের পাশে আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে ময়না তদন্তের রিপোর্ট আসার পূর্বে নিশ্চিতভাবে কিছু বলা যাবেনা। তবে ইউডি মামলা প্রক্রিয়াধিন।

সংবাদ সারাদিন