|| অনলাইন প্রতিনিধি, ভোলা ||
ভোলার নদীতে দেদারসে ধরা হচ্ছে জাটকা। আর চাপিলা বলে জেলার হাট বাজারে বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ ইঞ্চি আকারের এসব জাটকা ইলিশ। বিক্রেতারা প্রকাশ্যেই বিক্রি করছেন ইলিশের এই পোনা। যদিও বিক্রেতারা এগুলোকে ইলিশ বলতে নারাজ। তারা এগুলোকে চাপিলা বলেই বিক্রি করছেন। কিন্তু স্থানীয়রা নিশ্চিত করেই বলছেন এগুলো ইলিশেরই পোনা।
প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষীবাহিনী করোনায় মানুষকে সচেতন করার দায়িত্বে ব্যস্ত সময় পার করেছেন, এই সুযোগে জাটকা নিধনে নেমে পড়েছে জেলেদের অনেকেই।