দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু, জোড়া লেগেছে কোটি মানুষের

পদ্মা সেতুতে বসলো ৪১তম স্প্যান। সম্পুর্ন দৃশ্যমান হলো সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার। শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ৪১তম স্প্যানটি বসানো হয়।  এই স্প্যানটি বসানোর মাধ্যমে

|| সারাবেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ ||

পদ্মা সেতুতে বসলো ৪১তম স্প্যান। সম্পুর্ন দৃশ্যমান হলো সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার। শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ৪১তম স্প্যানটি বসানো হয়।  এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো মুল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর পূর্ণ অবয়ব।

এখন পুরোপুরি দৃশ্যমান পদ্মা সেতু । ১০ ডিসেম্বর শেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে যেন সগৌরবে জানান দিচ্ছে বিজয়ের মাসে নিজেদের বিজয় আখ্যান।

শুক্রবার(১০ ডিসেম্বর) মুন্সীগঞ্জর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারে সর্বশেষ ৪১তম স্প্যান ‘২-এফ’ দেশি বিদেশি প্রকৌশলীদের পরিকল্পনা অনুযায়ী বিজয়ের মাসেই বসানো হলো। ৪০তম স্পেন বসানোর ৬ দিনের মাথায় বসানো হলো পদ্মা সেতুর শেষ ৪১ তম স্পেনটি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, ১৫০মিটার দৈর্ঘ্যের ৪০তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে ভাসমান ক্রেন তিয়াইন-ই নির্ধারিত মুন্সীগঞ্জর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারের কাছে নিয়ে নোঙর করে রাখে। কারিগরি অন্যান্য কাজ সম্পূর্ণ হওয়ায় শুক্রবার  পিয়ারের উপর স্থাপন করা হয় স্পেনটি।

গেল শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টা ৫৮ মিনিটে ৪০তম স্প্যানটি সফল ভাবে বসানো হয়।  আবহাওয়া অনকূল থাকায় ও কারিগরি জটিলতা না দেখা দেওয়ায় স্প্যান ‘২-ই’ বসাতে কোনো সমস্যায় পড়তে হয়নি। ৪০তম  স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছিল ৬ কিলোমিটার।

তিনি আরো জানান, তবে সেতুর ওপর রেল ও রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ এগোয়নি কাঙ্খিত মাত্রায়। গেল জুলাই মাসে বন্যায় ১৯২টি রেলওয়ে স্ট্রিঞ্জার ও ১২৬টি রোডস্লাব তলিয়ে যায় পদ্মানদীতে। তাই এখন শুকনো মৌসুমকে টার্গেট করে আগামী জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন