|| সারাবেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||
ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একে এম নজরুল ইসলামসহ ৪জনের বিরুদ্ধে ঘুষ নেয়া ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের মামলা করেছেন বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। গত মঙ্গলবার ৫ই জানুয়ারি ভোলা জেলা দ্বায়রা জজ ও স্পেশাল আদালতে মামলা দায়ের করেন তিনি। পরে মামলাটি তদন্তও ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন কে নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণে বলা হয়, গত ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত একেএম নজরুল ইসলাম লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকতে রেজিস্ট্রি স্কুল উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ১২টি প্রকল্পের ফাইল আটক রেখে ঠিকাদারদের কাছ থেকে ৬০লাখ টাকা ঘুষ নেয়া, ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ৪০দিনের কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ফাইল নিজের অধিনে নিয়ে মামলার ভয় দেখিয়ে ৪০ লাখ টাকা টাকা ঘুষ নেন তিনি।
ক্ষমতার অপব্যবহার করে আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাট কাজের ফাইল আটকে ৪২লাখ টাকা, ৩টি ইউনিয়ন পরিষদ ভবণ নির্মাণ কাজের ফাইল আটকে ৬লাখ টাকা, উপজেলা পরিষদ ভবণ নির্মার্ণে অনিয়ম করে ১০লাখ টাকা, কাবিখা প্রকল্পে ২০ লাখ টাকা, আসবাবপত্র ক্রয়ে অনিয়মের মাধ্যমে ২০লাখ টাকা, ৩৬টি রুম বিক্রি করে টাকা আত্মসাত ও ২০১১ সালে ভোলা চরফ্যাশন মহাসড়কের রাস্তা পুননির্মাণ ঠিকাদারদের কাছ থেকে ৫০লাখ টাকা, লাঙ্গলখালী ব্রিজ নির্মাণে ৫ লাখ টাকা ঘুষ নেয়া এবং যেসব ফাইলে নিজের স্বাক্ষর করার বিধান নেই সেগুলোকে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ক্ষমতা দেখিয়ে স্বাক্ষর নিয়ে ঠিকাদারদের কাছ থেকে ৫ থেকে ৭ ভাগ করে ঘুষ গ্রহণের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়।
অন্যদিকে উপজেলা চেয়ারম্যান থাকাবস্থায় শাহবাজপুর কলেজে কর্মরত দেখিয়ে বেতন ভাতা উত্তোলন করেন তিনি। এছাড়াও আত্মসাত করা টাকা নিজের সন্তান ও স্ত্রীসহ নামে বেনামে বিভিন্ন ব্যাংকে রাখারও অভিযোগ তুলে ধরা হয়।
মামলার অন্যান্য আসামীরা হলেন, অধ্যক্ষ একেএম নজরুল ইসলামের দুই ছেলে নুরুল ইসলাম প্রিন্স, হেদায়েত ইসলাম ও তার স্ত্রী আফিয়া বেগম।
মামলায় জেলা পরিষদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্য ও ঠিকাদারসহ মোট ১৭জনকে স্বাক্ষী করা হয়।
উল্লেখ্য, এর আগে লালমোহন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও এ মামলার বাদি গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ এনে মামলা করেছিলেন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম।