দুর্গতের সহায়তায় টিফিনের টাকা দিল নবনীল নন্দি

|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||

নবনীল নন্দি, বরিশাল জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। টিফিন থেকে বাচানো মাটির ব্যাংকে রাখা প্রায় দু হাজার টাকা নিয়ে নবনীল রোববার দুপুরে হাজির হয় জেলা প্রশাসকের কর্যালয়ে। অসহায়দের জন্য তার সর্বোচ্চ এই সহায়তা সানন্দে গ্রহন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

নন্দি জানায়, গণমাধ্যমে করোনায় দুর্গতদের দুর্দশা দেখে তাদের সহায়তায় কিছু করার ইচ্ছা হয় তার। মাকে জানায়, সে তার জমানো টিফিনের টাকা অসহায় মানুষদের দিতে চায়। মা শিউলি দাস নবনীলকে জেলা প্রশাসকের কাছে আসেন। শিউলি দাস জানান, স্কুলে যাতায়াত ও টিফিন বাবদ ১শত টাকা দৈনিক দেয়া হতো নবনীলকে। সেখান থেকে বেশ কয়েক মাসের জমানো টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দিয়েছে সে।

নবনীলের মা শিউলি দাস বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত। তার বাবা আশীষ কুমার নন্দি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন