|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
করোনায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বরিশাল পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান । সোমবার নগরীর ৫ নম্বর ওয়ার্ড উত্তর পলাশপুরের কাজির গোরস্তান বটতলা এলাকার ৩১টি পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়।
পুলিশ কমিশনারের পক্ষে দুর্গত পরিবারের কাছে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টাফ অফিসার ও সহকারী পুলিশ কমিশনার আবদুল হালিম।
তিনি বলেন, করোনা মোকাবেলায় পুলিশ শুধু দায়িত্বগত দিক দিয়েই নয়, মানবিক দিক থেকেও সদা সচেষ্ট। এসময় নগর কাউনিয়া থানার ওসি আজিমুল করিম, স্থানীয় যুব সমাজ সেবক রফিকুল ইসলাম মনু, মো. জাহাঙ্গীর আকন ও আজাদ খান।#