|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
দাফনের ১৫ বছর পরেও কবরে পাওয়া গেছে অক্ষত দুইটি লাশ। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষ এক নজর ওই লাশ দেখতে ভিড় করেন।
মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের রাস্তা বাড়ানোর কাজে মাটি খুঁড়তে গিয়ে লাশ দুইটি পাওয়া যায়। পরে লাশ দুটি এলাকার পাশের একটি জায়গায় ফের দাফন করা হয়।
স্থানীয় আমজাদ হোসেন বাবুল জানান, প্রায় ১৭ বছর আগে গুপ্তমুন্সি গ্রামের কাঞ্চন চৌকিদার মারা যান। কবরের জায়গা না থাকায় বাড়ির দরজায় রাস্তার পাশে তাকে দাফন করা হয়। সে ইলিশা বাজারে ব্যবসা করতেন। নিয়মিত নামাজ রোজা করতেন। পরে কাচিয়া ইউনিয়নের বাসিন্দা তার বেয়াই প্রায় ১৪ বছর আগে মারা গেলে তাকেও কাঞ্চন চৌকিদারের পাশে দাফন করা হয়।
সম্প্রতি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক বাড়ানোর কাজ করতে গিয়ে কবর দুটো অন্যত্র সরানোর প্রয়োজন হয়। স্বজনদেরকে কবর সরাতে বললে তারা মঙ্গলবার সকালে কবর খুঁড়তে শুরু করেন। এসময় দুটি কবরের লাশই অক্ষত পাওয়া যায়। এমনকি তাদের কাফনের কাপড়েও কোনো দাগ পড়েনি।