|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদর থেকে দুই বন্ধু মো. নিক্সন (২৮) ও শহিদুল ইসলাম রনি (৩০) মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে উপজেলার চাঁদগাজী এলাকায় এক বাড়ীতে দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষে দুইজনই ঘটনাস্থলে মারা যান। নিহতরা হলেন- ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে ও ব্যবসায়ী শহিদুল ইসলাম রনি (৩০) ও পৌরসভার বাঁশপাড়া এলাকার সলিম উল্যাহর বাহরাইন প্রবাসী ছেলে মো. নিক্সন (২৮)।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাগলনাইয়া-খন্ডলহাই ক্যাপ্টেন লিংক সড়কের উপজেলার হিছাছরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া-খন্ডল হাই ক্যাপ্টেন লিংক সড়কে একটি দ্রুতগামী ট্রাক আমজাদ হাটের দিক থেকে ছাগলনাইয়া উপজেলার সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার হিছাছরা সেতু এলাকায় বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেল উপজেলার চাঁদগাজী এলাকার দিকে যাওয়ার সময় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই আরোহীসহ মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করেন। ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম উপজেলার ক্যাপ্টেন লিংক সড়কের হিছাছরা সেতুর পাশে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলের চালক ও আরোহী কারো মাথায় হেলমেট ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।