দলীয় বিশৃংখলার অভিযোগে পদত্যাগ করলেন লক্ষীপুরে বিএনপি নেতা

লক্ষ্মীপুর জেলা বিএনপির লক্ষ্য নির্ধারণে উদাসীনতা, আত্মীয়করণ ও রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ করেন আবুল ফয়েজ ভুঁইয়া। এসময় তিনি জেলা বিএনপির দ্বন্দ্ব ও গ্রপিং নিরসনে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||

জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, কেন্দ্রীয় সমন্বয়হীনতা ও কোন্দলের অভিযোগ এনে দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফয়েজ ভূঁইয়া। বুধবার সকালে রায়পুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি জানান তিনি।

অভিযোগ করে বলেন, তিনি বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলেও ধানের শীষের প্রার্থী আবুল খাঁয়ের ভূঁইয়া তাকে মাঠ থেকে সরাতে নানাভাবে চাপ সৃষ্টি করেন।

এছাড়াও লক্ষ্মীপুর জেলা বিএনপির লক্ষ্য নির্ধারণে উদাসীনতা, আত্মীয়করণ ও রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ করেন আবুল ফয়েজ ভুঁইয়া। এসময় তিনি জেলা বিএনপির দ্বন্দ্ব ও গ্রপিং নিরসনে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সারাদিন