ত্রিশালের সাবেক সাংসদ এম এ হান্নানের মৃত্যু

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ || 

ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নান (৯০) মারা গেছেন। মঙ্গলবার ১৫ই জুন ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ত্রিশালের কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, সপ্তাহ খানেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বার্ধক্যজনিত কারণে মারা যান।

এর আগে ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধে এম এ হান্নানের বিরুদ্ধে মামলা করেন ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।

এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তার ছেলেসহ মোট আট আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করলে তাদের ঢাকার গুলশান থেকে গ্রেফতার করে। এ সময় থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

সংবাদ সারাদিন