তীরের উদ্যোগে যমুনাতে আবাস পেলো ঘড়িয়াল

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া থেকে আটক ঘড়িয়ালটি আবাস পেলো যমুনা নদীতে।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধা সদর উপজেলার  ঘাগোয়া থেকে আটক ঘড়িয়ালটি আবাস পেলো যমুনা নদীতে। গত ২৫শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার  বিকালে সদর উপজেলার কামারজানির যমুনা নদীতে ছেড়ে দেয়া হয় ঘড়িয়ালটি।

স্থানীয়রা জানান, সদর উপজেলার  ঘাগোয়া এলাকার নদী থেকে ঘড়িয়ালটিকে আটক করা হয়। পরিবেশবাদী সংগঠন ‘তীর’ বিষয়টি জানতে পেরে গাইবান্ধা বন বিভাগকে খবর দেন। পরে গাইবান্ধা বন বিভাগ ঘড়িয়ালটি উদ্ধার করে সদর উপজেলার কামারজানি এলাকায় যমুনা নদীতে ছেড়ে দেন।

গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা সবুর আলী বলেন, ঘড়িয়ালটি উদ্ধার করে যমুন নদীতে ছেড়ে দেয়া হয়েছে।

সংবাদ সারাদিন