|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ তে বর্ণিত বেসরকারী চাকরির ৫০% কার্যকর চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা বহাল রাখাসহ তিন দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনটির জেলা শাখার আহবায়ক আবু আহাম্মদ আলী ছাইফুল্লাহ, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া ও নবী হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেয়া হয়।
তিন দফা দাবিতে ময়মনসিংহে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ তে বর্ণিত বেসরকারী চাকরির ৫০% কার্যকর চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা বহাল রাখাসহ তিন দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
- জানুয়ারি ২৪, ২০২১
- ৫:৪৭ অপরাহ্ণ
- প্রিন্ট সংস্করণ