তিন দফা দাবিতে ময়মনসিংহে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ তে বর্ণিত বেসরকারী চাকরির ৫০% কার্যকর চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা বহাল রাখাসহ তিন দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ তে বর্ণিত বেসরকারী চাকরির ৫০% কার্যকর চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা বহাল রাখাসহ তিন দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনটির জেলা শাখার আহবায়ক আবু আহাম্মদ আলী ছাইফুল্লাহ, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া ও নবী হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেয়া হয়।

সংবাদ সারাদিন