|| সারাবেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ||
তারাবো পৌরভোট সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার ( ১২ই জানুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার কবিতা খানম, পুলিশ সুপার জায়েদুল আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান।
সভায় বক্তারা বলেন, তারাব পৌরসভার সাধারণ নির্বাচন অবাদ সুষ্ঠু শতভাগ নিরপেক্ষ হবে। ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। ইতোমধ্যে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ দিনের জন্য দায়িত্ব পালন করছেন। সবাই ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাসায় ফিরে যেতে পারবেন । প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির সুযোগ নেই। জাল ভোট বন্ধ হয়েছে। ভোটাররা সহজেই বোতাম টিপে ভোট দিতে পারবেন। ইভিএম পদ্ধতি সম্পর্কে ইতোমধ্যে প্রশিক্ষণ এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে তারাবো পৌরসভার ভোট হবে ১৬ই জানুয়ারি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩টি , মোট ভোটকক্ষ ২৮২টি। সাধারণ কাউন্সিলর পদে ৬টি ওয়ার্ডে ভোট হবে। সংরক্ষিত কাউন্সিলর পদে ৩টি আসনে ভোট হবে। মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এছাড়া আর যে তিনজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া।