তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচার করায় সরিষাবাড়ী পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপপ্রচার ও অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ এনে পৌর মেয়র রুকুনুজ্জামান রুকনের বিরুদ্ধে প্রতিবাদি মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপপ্রচার ও অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ এনে পৌর মেয়র রুকুনুজ্জামান রুকনের বিরুদ্ধে প্রতিবাদি মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা চত্তরে এই মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলা ও পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

মাবনবন্ধনে বক্তারা বলেন, মেয়র রুকন ফেইসবুক লাইভে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপিকে নিয়ে যেসব বক্তব্য ও তথ্য দিয়েছেন তা তার জন্য মানহানিকর। একইসঙ্গে মেয়র রুকন এমন কথাবার্তা বলে নিজের কুরুচির পরিচয়ই দিয়েছেন।

মেয়র রুকনের এমন কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, রুকুনুজ্জামান রুকন পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পৌরসভার অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহার করছেন। এ ছাড়া তিনি ভুয়া দরপত্র, ভুয়া কোটেশন এবং কাউন্সিলরদের নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে টাকা লোপাট করছেন।

মেয়রের এমনসব জনবিরুদ্ধ কাজের জন্য আওয়ামী লীগ থেকে তাকে বহিস্কার করা হয়েছে জানিয়ে বক্তারা জানান, তার বিরুদ্ধে আইসিটি আইনে ও গরীবের চাল চুরির অপরাধসহ একাধিক মামলা করা হয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রুকন তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে গত মঙ্গলবার রাত ৮টা ২৭ মিনিটে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে আক্রমনাত্মক, মিথ্যা, অসম্মান জনক, ভীতি প্রদর্শনমূলক বক্তব্য উপস্থাপন করেন। এ ঘটনায় বুধবার উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মেয়রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

মানববন্ধন বক্তব্য রাখেন, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্ক লড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক এম এ জলিল রতন, সিবিএর সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন