|| সারাবেলা প্রতিনিধি, ডিমলা (নীলফামারী) ||
নীলফামারীর ডিমলায় নবনির্মিত সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অবহিতকরন ও উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয় শনিবার। ডিমলা সদরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০২১ শিক্ষাবর্ষে সীমিত আসনে ৬ষ্ঠ শ্রেনীতে ১২০ জন ও নবম শ্রেনীতে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
অনুষ্ঠানে ইউএনও জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও নবম শ্রেনীতে ছাত্র-ছাত্রী ভর্তির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
আরো বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ওসি সিরাজুল ইসলাম, ডিমলা সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান, ডিমলা সরকারী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ।
এ সময় ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ১০ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।