|| অনলাইন প্রতিনিধি, ঠাকুরগাঁও ||
ডিজিটাল নিরাপত্তা আইনে আটকদের মুক্তি ও সংশ্লিস্ট আইন বাতিল দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ের সচেতন নাগরিকরা। এতে জেলার শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
শনিবার ৯ই মে বেলা ১২টায় ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।
ঘণ্টাজুড়ে এই প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, অনলাইন নিউজ পোর্টাল ক্রান্তিকাল ডট কমের সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা তেল-গ্যাস জাতীয় কমিটির সদস্য সচিব মাহবুব আলম রুবেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, শিক্ষক আনিসুর রহমান মিঠু, ছাত্রনেতা আবু বক্কর সিদ্দীক।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে আটক রাজনৈতিক কর্মী দিদারুল ইসলাম ভুঁইয়া, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মোমেন প্রধান ও এক্টিভিস্ট মুশতাক আহমেদসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার দাবি জানান।
একইসঙ্গে দ্রুত তাদের নি:শর্ত মুক্তির পাশাপাশি গনতন্ত্র ও মানুষবিরুদ্ধ কালো আইন বাতিলের দাবি জানানো হয়।