ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে নৌকার জয়

ঠাকুরগাঁওয়ে ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আঞ্জুমান আরা বন্যা (নৌকা) ২৬ হাজার ৫শ ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ||

ঠাকুরগাঁওয়ে ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আঞ্জুমান আরা বন্যা (নৌকা) ২৬ হাজার ৫শ ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রোববার ১৪ই ফেব্রুয়ারি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিলহাজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তার নিকটতম বিএনপির(ধানের শীষ) শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন ৫ হাজার ৩শ ৩৩ ভোট ও ইসলামী বাংলাদেশের  আনোয়ার হোসেন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৬৩ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভায় ইভিএম মেশিনের মাধ্যমে ও রাণীশংকৈল পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) আঞ্জুমান আরা বেগম বন্যা,বিএনপির শরিফুল ইসলাম শরিফ (ধানের শীষ) ও ইসলামী বাংলাদেশের  আনোয়ার হোসেন (হাতপাখা)।

ঠাকুরগাঁও পৌরসভায় ১৮৬টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার সংখ্যা ৩১ হাজার ১৫ জন।

সংবাদ সারাদিন