|| সারাবেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ||
ঠাকুরগাঁওয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে শেখ রাসেল শিশু কিশোর ঐক্য পরিষদ। পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিনে রোববার সন্ধ্যায় জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবকলীগের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হুদা শাহ এ্যাপোলো ও জেলা ক্রীড়া সংস্হার সম্মানিত সাধারণ সম্পাদক মাসূদুর রহমান বাবু ।
এছাড়াও শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি মো. নাজিম উদ্দীন বিজয় ও সদর উপজেলা সভাপতি মোঃ ওয়াদুদ হোসেন এবং পৌর সভাপতি মাহমুদুল হাসান আয়োজনে অংশ নেন।
উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ ১৮ই অক্টোবর। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোল আলো করে এই ধরায় আসেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল।