|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
কক্সবাজারের টেকনাফে মাদক কারবারী ও সীমান্তরক্ষী বিজিবির মধ্যে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও এক বিজিবি জওয়ান আহত হয়েছেন। কাঠের নৌকাসহ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবাবর ৯ই ফেব্রুয়ারি ভোররাতের দিকে শাহপরীর দ্বীপ বিওপির দক্ষিণে গোলারচর পয়েন্ট দিয়ে ২জন লোক হস্তচালিত নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা কৌশলী অবস্থান নিয়ে তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায় তারা। এতে বিজিবির এক জওয়ান আহত হলে তারাও গুলি চালায়। এসময় নৌকায় থাকায় একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায় এবং আরেকজন প্রাণ বাঁচাতে নদীতে লাফ দিয়ে সাঁতরে ওপারে চলে যায়।
পরে নৌকাটি আয়ত্বে নিয়ে তল্লাশী করে ৫২ হাজার পিস ইয়াবা ও একটি গাদা বন্দুক পাওয়া যায়।আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এদিকে টেকনাফ থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, সকালে স্থানীয় লোকজন জালিয়া পাড়া বিওপি সংলগ্ন এলাকায় নাফনদীর কিনারে একটি গুলিবিদ্ধ তরতাজা ভাসমান লাশ দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে পুলিশের সাব ইন্সপেক্টর তোফাইল সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠায়।