|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ ||
কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাদকের চালান নিয়ে ঢুকতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে এক মাদককারবারি। আহত হয়েছে বিজিবির দুই সদস্য। জব্দ করা হয়েছে কাঠের নৌকাসহ ইয়াবার চালান।
গেলো ১৩ই নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসছে এমন খবর পেয়ে অভিযানে নামে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল। স্পিডবোট নিয়ে কৌশলী অবস্থান নেয় ১ নম্বর স্লুইট গেইট সংলগ্ন এলাকায়। এসময়ে কাঠের নৌকা করে ৩ জন ব্যক্তি শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশ জলসীমায় ঢুকলে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। নৌকা থেকে বিজিবির দিকে গুলি ছোঁড়া হলে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। এতে গুলি বিদ্ধ হয়ে নৌকা থেকে এক ব্যক্তি নদীতে পড়ে যায়। অন্য দুইজন নৌকা হতে লাফ দিয়ে ওপারে চলে যায়।
গোলাগুলি থেমে যাওয়ার পর দ্রুত নৌকাটি জব্দ করে বিজিবি। নৌকায় ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজের খালি খোসা এবং ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর নদী থেকে গুলিবিদ্ধ মাদককারবারি এবং আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যায় মাদক কারবারী।
এ ব্যাপারে সরকারী কাজে বাধা দেওয়া, মাদকের চালান বহন এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আইনের পৃথক ধারায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।