|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের জওয়ানেরা বেড়িবাঁধ এলাকায় অটোরিক্সা তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে।
সুত্র জানায়, ২২মে শনিবার সকাল ১১টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের শাহপরীর দ্বীপ আউটপোস্ট জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি অটোরিক্সা গতিরোধ করে যাত্রীদের তল্লাশী ৭ হাজার পিস ইয়াবাসহ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র মো. বশির আহমেদ (৪০) এবং ফয়েজ উল্লাহর স্ত্রী সাবেকুন নাহার (২৩) কে আটক করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দ করা ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত অটোরিক্সা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।