টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মিললো আড়াই লাখ পিস ইয়াবা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লবণের মাঠ থেকে আড়াই লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি।

|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লবণের মাঠ থেকে আড়াই লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, রোববার ২০শে ডিসেম্বর রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের লেদা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান আসার সংবাদ পেয়ে ছ্যুরিখাল সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়।

কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি ২টি বস্তা কাঁধে নিয়ে মোচনী গ্রামের দিকে আসতে দেখে তাদের ধরার জন্য বিজিবি টহল দল এগিয়ে যায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে দূবুর্ত্তরা কুয়াশা ও অন্ধকারের সুযোগে মোচনী গ্রামে ঢুকে পড়ে। ঘটনাস্থল তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তা পাওয়া গেলেও কোন মাদক কারবারীকে আটক করা যায়নি। পরে এসব বস্তায় আড়াই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।

জব্দ করা এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

সংবাদ সারাদিন