|| সারাবেলা প্রতিনিধি, টাঙ্গাইল ||
পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার অসাধু তৎপরতা রুখতে বুধবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের মনিটরিং টিম। এ সময় পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারায় ভোক্তা অধিকার আইনে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত l
এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম সংবাদ সারাবেলাকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারাদেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারটি মনিটরিং করা হয়। কোন ব্যবসায়ী যাতে অসাধু উপায়ে মজুতদারি করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে এবং এই ধরণের অভিযান চলমান থাকবে।