|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে ৯৯ ফেন্সিডিল, একটি মোটর সাইকেলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ৭ই মে মধ্য রাতে সদর উপজেলার এম এম ডিগ্রি কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাটের সদর উপজেলার বিল্লাহ গ্রামের ফজলুল করিমের ছেলে এনামুল হক (৫৫), পশ্চিম পেচুলিয়ার মৃত আব্দুল খালেক ওরফে খোকার ছেলে আবু রায়হান (৩৪) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, ফজলুল হক জানান, দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাটসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।