|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে ১২৩ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার ২৮শে এপ্রিল ভোর সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার ধলাহার রামকৃষ্ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মাহবুব আলম (৩২) ও একই গ্রামের আলম মন্ডলের ছেলে হাবিবুর রহমান (২০)।
চকবরকত পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের ইন্সপেক্টর সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামকৃষ্ণপুর গ্রামের বাবলু হোসেনের বাড়ির পশ্চিমে কিছু লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদ পেয়ে উক্ত স্থানে থেকে তাদের পুলিশ উপস্থিত হলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাৎক্ষনিক আটক করে তল্লাশী করে ১২৩ বোতল ফেন্সিডিল এবং ০৬ (ছয়) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে।