জয়পুরহাটে দুই পৌরসভায় জয় পেলো আ’লীগ

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী রাবেয়া সুলতানা। অপরদিকে আক্কেলপুর পৌরসভা নির্বাচনে

|| সারাবেলা প্রতিনিধি,জয়পুরহাট ||

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী রাবেয়া সুলতানা। অপরদিকে আক্কেলপুর পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শহিদুল আলম চৌধুরী।

রোববার ১৪ই ফেব্রুয়ারি রাতে মেয়র প্রার্থীর ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন বলেন, কালাই পৌরসভার ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী রাবেয়া পেয়েছেন ৯ হাজার ১৭৭ ভোট, বিএনপি প্রার্থী সাজ্জাদুর রহমান তালুকদার ৮০০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ১১৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম হাবিবুল হাসান বলেন, আক্কেলপুর পৌরসভার ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী শহীদুল আলম চৌধুরী পেয়েছেন ৮ হাজার ২৫৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৫৮১ ভোট।

এদিকে কালাই পৌরসভায় ধানের শীষের এজেন্ট ও ভোটাররা গণমাধ্যমকর্মীদের অভিযোগ করে বলেন, মেয়রের ব্যালেটে নৌকার এজেন্টরা সীল দিচ্ছে আর কাউন্সিলদের ব্যালটগুলো আমাদের দিচ্ছে। এ কারণে আমরা আমাদের পছন্দের মেয়র প্রার্থীদের ভোট দিতে পারিনি।

অপরদিকে আক্কেলপুর পৌরসভায় এক নারী কাউন্সিল প্রার্থীর অভিযোগ করে বলেন, বিশ বছর থেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে আসছি। নিজে ভোটে দাড়িয়ে নিজের ভোটই রক্ষা করতে পারলাম না। অপর আরেক কাউন্সিলর প্রার্থী বলেন, বাবার দেওয়া গরু বিক্রি করে নারী কাউন্সিলর পদে দাড়িয়েছি। কিন্তু তারা ভোট কারচুপি করছে।

সংবাদ সারাদিন