|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটের ক্ষেতলালে মেসি ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার বটতলী-নদার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া ভাটাহাড় গ্রামের আজিজার রহমানের ছেলে মাহমুদুর হাসান লিমন (৩৫) ও একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ রায়হান রিফাত (২২)।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, লিমন ও রিফাত মোটরসাইকেল যোগে বগুড়ার দুপচাঁচিয়া থেকে ক্ষেতলাল হয়ে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার বটতলী-নদার্ন মোড় এলাকায় মুরগির খাদ্য বহনকারী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা দু’জনই মারা যায়।
ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ্ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।