জয়পুরহাটে টাকা চুরি আর দম্পতি খুনের মামলার সমাধান নেই তিন বছরেও

এই দুটো ঘটনাতেই মামলাও হয়। এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকেই ধরাতো দূরের কথা শনাক্ত পর্যন্ত করতে পারেনি পুলিশ। উদ্ধারও হয়নি ব্যাংকের চুরি যাওয়া টাকা এবং নিহত দম্পতির টাকা ও স্বর্ণালংকার। গেল তিন বছরে মামলার কোন অগ্রগতি না হওয়ায় একইসঙ্গে ক্ষুব্ধ ও হতাশ মামলার বাদী ও সংশ্লিষ্টরা।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

বিস্তর চাঞ্চল্য তৈরি করলেও গেল তিনবছরে কোনও অগ্রগতি নেই জনতা ব্যাংকের টাকা চুরি আর শহরের মারোয়াড়ি দম্পতি খুনের মামলায়। জয়পুরহাট শহরের জনতা ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি যায় ২০১৭ সালের ২৮শে ডিসেম্বর। আর শহরের মাড়োয়ারি দম্পতি খুন হন ২০১৮ সালের ১৯শে ডিসেম্বর রাতে।

এই দুটো ঘটনাতেই মামলাও হয়। এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকেই ধরাতো দূরের কথা শনাক্ত পর্যন্ত করতে পারেনি পুলিশ। উদ্ধারও হয়নি ব্যাংকের চুরি যাওয়া টাকা এবং নিহত দম্পতির টাকা ও স্বর্ণালংকার। গেল তিন বছরে মামলার কোন অগ্রগতি না হওয়ায় একইসঙ্গে ক্ষুব্ধ ও হতাশ মামলার বাদী ও সংশ্লিষ্টরা।

২০১৭ সালের ২৮শে ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে জয়পুরহাট শহরের বাটার মোড় জনতা ব্যাংক থেকে চুরি যায় ৪৫ লাখ টাকা। ব্যাংকের ক্যাশ কাউন্টারে ক্যাশিয়ারের পায়ের কাছে কালো ব্যাগে রাখা ৪৫ লাখ টাকা চুরি করে পালিয়ে যায় চোর। চুরির ১০ মিনিট পরে ক্যাশিয়ার টাকার ব্যাগ খুঁজে না পাওয়ায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তোলপাড় শুর হয়। পরে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে দেখা যায় ওইদিন সকাল ১০টা ৪৫ থেকে ১০টা ৫৫ মিনিটে ক্যাশ কাউন্টার থেকে ব্যাগটি নিয়ে অজ্ঞাত ব্যক্তি ব্যাংকের দক্ষিণ দিকে হেঁটে গিয়ে অন্য এক ব্যক্তির হাতে তুলে দেয় সেটি। ওই ব্যক্তি দ্রুত ব্যাগটি নিয়ে সটকে পড়ে।

সিসিটিভির ফুটেজে এমন প্রমাণ থাকলেও গত ৩৩ মাসেও চোরচক্রকে শনাক্ত করতে পারেনি পুলিশ । ঘটনার দিনই অজ্ঞাতদের আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন ব্যাংকের সেসময়ের শাখা ব্যবস্থাপক শাহ আলম। মামলার সূত্র ধরে পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার রায়হান আলী, সাইফুল ইসলাম এবং ব্যাংকের পরিচ্ছন্ন কর্মী আমানত হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও কোনো ক্লু পাওয়া যায়নি।

দিনে দুপুরে ব্যাংক থেকে টাকা চুরি যাওয়ার ওই ঘটনার পর থেকে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহ আলম, ক্যাশিয়ার রায়হান আলী ও সাইফুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত হয়ে মানবেতর জীবন পার করছেন। ঘটনার ৬ মাস পর ২০১৮ সালের ৪ঠা জুন মামলাটি জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিইডিতে) ন্যস্ত করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন আরো দুজনকে গ্রেফতার করে সিআইডি। তারা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার তোফাজ্জল হোসেন এবং বাগেরহাটের মোড়লগঞ্জ থানার আমতলী গ্রামের ইদ্রিস সিকদার। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া টাকা সম্পর্কে কোনো তথ্যই উদ্ধার করা যায়নি। এ অবস্থায় টাকা চুরির এ মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামিই আদালত থেকে জামিন নেয়।

টাকা চুরি মামলার বাদী ও ব্যাংকের বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক শাহ আলম বলেন, দিনের বেলায় ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। তারপরও পুলিশ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত অথবা টাকা উদ্ধার করতে পারেনি। মামলাটি নিষ্পত্তি না হওয়ায় চাকরি হারিয়ে তারা খুবই কষ্টে আছেন এমনটাই জানান তিনি।

মাড়োয়ারি দম্পতি কৃষণ লাল রুংটা ও দেবী রুংটা

অন্যদিকে, ২০১৮ সালের ১৯শে ডিসেম্বর রাতে শহরের পূর্ববাজার কাপড় পট্টিতে নিজ বাড়িতে খুন হন মাড়োয়ারি দম্পতি কৃষণ লাল রুংটা ও দেবী রুংটা। লুট হয় নগদ টাকাসহ ৮ লাখ টাকার স্বর্ণালংকার। ২২শে ডিসেম্বর রাতেই অজ্ঞাত কয়েকজনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন নিহতদের ছেলে বিক্কি কুমার রুংটা।

কিন্তু পুলিশ মামলাটির কোনো কুল-কিনারা করতে না পারায় ওই বছরের ১১ই মে বাদী বিক্কি কুমার রুংটা সিআইডির কাছে মামলাটি হস্তান্তর করার জন্য পুলিশ সুপার বরাবরে আবেদন করেন। এরপর মামলাটি সিআইডি তদন্ত শুরু করলেও দীর্ঘ সময়েও সুরাহা করতে পারেনি।

ঘটনার ২১ মাস হয়ে গেলেও বাবা-মার খুনিদের পুলিশ শনাক্ত অথবা লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করতে না পারায় ক্ষুব্ধ বিক্কি কুমার রুংটা। তিনি বলেন, এভাবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো সবকিছু চাপা পড়ে যাবে। হয়তো বাবা-মা হত্যার বিচার আমরা কোনো দিনই পাব না।

এদিকে জেলায় সদ্য যোগ দেওয়া সিআইডির অ্যাডিশনাল এসপি শহীদ সোহরাওয়ার্দী বলেন, করোনার কারণে তদন্ত কাজে কিছুটা দেরি হচ্ছে। এরইমধ্যে তদন্তকারী একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।তারপরও আমরা চাঞ্চল্যকর এই দুটি মামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন