জয়পুরহাটে চলছে শিব চতুর্দশী মেলা

জয়পুরহাটের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনের একটি হলো বেলআঁমলা গ্রামের এই বারো শিবালয় মন্দির। মন্দিরটি ভারত ও নেপালসহ দেশি-বিদেশি অনেক ভক্ত আর পূজারীদের কাছে তীর্থস্থান হিসাবে পরিচিত।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জেলার প্রাচীন ঐতিহ্য বারো শিবালয় মন্দিরে শুরু হয়েছে দুইদিনের শিব চতুর্দশী মেলা। শিবরাত্রি উপলক্ষ্যে শুক্রবার ১২ই মার্চ সকালে দেশ-বিদেশের নানা এলাকার পূজারীরা এখানে ছোট যমুনা নদীতে স্নান করে শিবের মাথায় দুধ ও জল ঢেলে পূজা-অর্চনা শুরু করেন।

জয়পুরহাটের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনের একটি হলো বেলআঁমলা গ্রামের এই বারো শিবালয় মন্দির। মন্দিরটি ভারত ও নেপালসহ দেশি-বিদেশি অনেক ভক্ত আর পূজারীদের কাছে তীর্থস্থান হিসাবে পরিচিত।

প্রতিবারের মতো এবারা মন্দিরের চারপাশে জমে উঠেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এ মেলায় শাঁখা, সিঁদুর, পূজা সামগ্রী, খেলনাসহ নানা রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

শিব ভক্ত বর্ণা রানী ও মুকুল দে সরকার বলেন, বারো শিবালয় মন্দিরে বারোটি শিব আছেন। সেখানে আমরা পূজা দিয়েছি, মাথায় জল দিয়েছি। এখানে অনেক ভক্ত এসেছে। বারো শিবালয় একটি প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক হিন্দু ধর্মালম্বী এখানে প্রতি বছরই আসেন। এবারেও তার ব্যত্যয় হয়নি।  

বারো শিবালয় মন্দিরের সাধারণ সম্পাদক অনিল কুমার আগরওয়ালা বলেন, দুইদিনের এই মেলায় প্রতি বছর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রী ও ভক্তরা আসেন। যাদের থাকা খাওয়ারও সুব্যবস্থা করে থাকেন মন্দির কর্তৃপক্ষ।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, বারো শিবালয় মন্দিরের মেলায় বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও মোতায়েন করা হয়েছে।

সংবাদ সারাদিন