|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে অপহৃত দুইজন উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য শাহীনুর রহমানকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে সদরের বেলতলী-চকবাইপাস রোডের ভিটি গ্রামের একটি দুর্গম জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয় এবং অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়। গ্রেফতার শাহীনুর রহমান সদরের চকদাদরা গ্রামের মহসিন আলীর ছেলে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, দুইজন নিরীহ ব্যক্তিকে অপহরণকারী সদরের ভিটিপাড়া এলাকায় একটি গোপন স্থানে জোরপূর্বক আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অপহৃত দুইজনকে উদ্ধার সহ আপহরণকারী শাহীনুর রহমানকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কম্পানি কমান্ডার এএসপি এমএম মোহাইমেনুর রশিদ জানান, মুক্তিপণের এক লাখ টাকা ও ভিকটিমদের শারীরিক নির্যাতনে ব্যবহৃত লাঠিসোটাসহ শাহীনুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করা হচ্ছে।