|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
অমাবস্যা ও নিন্মচাপের প্রভাবে বৃহষ্পতিবার সকাল থেকে ভোলা অঞ্চলে বৈরি হয়ে উঠেছে আবহাওয়া। উত্তাল মেঘনার পানি বইছে বিপৎসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে। তলিয়ে গেছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরি ও লঞ্চঘাটসহ গোটা এলাকা। দুর্যোগপূর্ন আবহাওয়ায় বন্ধ হয়ে গেছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। দুই পাড়ে কয়েক শ’ যানবাহন আটকে পড়ায় ভোগান্তির শেষ নেই যাত্রীসাধারণের।
ভোলা বিআইডব্লিউটিসির ম্যানেজার কেএম এনায়েত জানান, গত ২৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্তও তা চালু হয়নি। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে আবহাওয়া ভালো হলে ফেরি চলাচল শুরু হবে।

অপরদিকে ভোলায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে বেড়ি বাঁধের বাইরের ২০টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়ে পড়েছে হাজারো মানুষ। জোয়ারের পানির চাপে হুমকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ। জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের, ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরবাড়ি। পানিবন্দি হাজারো মানুষের দুর্ভোগের শেষ নেই।
এদিকে অতি জোয়ারে ঝুঁকিতে পড়েছে বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট। দুপুরের দিকে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৩ ও ২ নম্বর ওয়ার্ডের সাজীকান্দী অংশে বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে মুরাদছবুল্লাহ্, উত্তর ইলিশা, সোনাডগী ও দক্ষিন ইলিশা গ্রাম।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, অআবশ্যা ও উজানের ঢলে পানি বাড়ায় জেলার ইলিশা, কাচিয়া, ধনিয়া, শিবপুর পয়েন্টের প্রায় ১৫ কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে পড়েছে।