জিয়ার যুদ্ধখেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী  দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধখেতাব “বীর উত্তম” বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে বুধবার ১৭ই ফেব্রুয়ারি শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাব চত্ত্বরে জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

বাংলাদেশ জাতীয়তাবাদী  দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধখেতাব “বীর উত্তম” বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে বুধবার ১৭ই ফেব্রুয়ারি শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাব চত্ত্বরে জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির(চট্রগ্রাম বিভাগ) সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(চট্রগ্রাম বিভাগ) জালাল উদ্দিন মজুমদার।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি মাহবুবুর রহমান শামীম তার বক্তব্যে বলেন, মাফিয়াতন্ত্র ও স্বৈরতন্ত্র সরকারের পতনের এক দফা দাবীতে অচিরেই রাজপথের আন্দোলনের ডাক আসবে।তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই স্বৈরাচার সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নেয়ার অনুরোধ করেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক,এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক তপন কর, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মীর ইদ্রিস বর্তন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম.কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন,সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ।

উক্ত সমাবেশে বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড থেকে আসা বিএনপি ও সকল অঙ্গ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

সংবাদ সারাদিন