|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধখেতাব ‘বীরউত্তম’ বাতিলের চক্রান্তের প্রতিবাদে ফেনী সদর উপজেলা ও ফেনী পৌর বিএনপি সোমবার ১৫ই ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরে মশাল মিছিল বের করে। মিছিলশেষে শহরের ইসলামপুর সড়কে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহবায়ক তপন কর, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সদর উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম মাসুক, পৌর যুবদল নেতা নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক মাইনুল হাসান পারভেজ, জেলা ছাত্রদলের নেতা মেজবাহ উদ্দিন মিয়াজী, সদর উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন ইবু, ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা আবদুল হালিম মানিক প্রমুখ।