“জনপ্রতিনিধিদের গায়ে চোরের তকমা লাগিয়েছেন জিয়াউর রহমান”

|| অনলাইন প্রতিনিধি, সদর (শেরপুর) ||

দেশের নিম্নআয়ের মানুষদের জন্য বঙ্গবন্ধু সরকারের চালু করা রেশন ব্যবস্থা বন্ধ করেছেন জিয়াউর রহমান। এ কথা জানিয়ে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশের টেস্ট রিলিফ ও কাবিখা চালু করে জনপ্রতিনিধিদের গায়ে চোরের তক্বমা লাগিয়ে গেছেন এই সেনাশাসক।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি রোববার ১৭ই মে দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে করোনাদুর্গতের ঈদসহায়তা হিসেবে নগদ টাকা দেন।

তিনি বলেন, রেশন বন্ধ করে জিয়াউর রহমান টিআর আর কাবিখা চালু করেছেন। যা পরবর্তীতে টেস্টি রিলিফ বা মজার খাওয়া ও কাবিখা মানে খাবিখা, ‘খাবলা দিয়ে খা’তে রূপান্তরিত হয়েছে।

রেশন বন্ধ করে জনপ্রতিনিধিদের গায়ে চোরের তক্বমা লাগিয়ে দিয়েছেন জিয়াউর রহমান। সে জায়গা থেকে শেখ হাসিনা আজকে দেশটাকে টেনে তুলছেন, আজকে আবার রেশন কার্ডের কথা আসছে। শেখ হাসিনা পারেন এ জন্য করেছেন। এছাড়াও তিনি করোনা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করে সকলকে স্বাস্থ্য সচেতন থাকতে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নের ৩২০ জন দুর্গতকে ঈদসহায়তা হিসেবে নগদ দুইশ করে মোট ৬৪ হাজার টাকা এবং নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৬শ জনের মাঝে দুইশ করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা দেন।

এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, ফজলুল হক, শফিকুল ইসলাম জিন্নাহ, হাফিজুর রহমান লিটন, ওয়াজ কুরুণী, ফারুক আহমেদ বকুল, গোপাল চন্দ্র সরকার, খন্দকার শফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সসা/শাকিল/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন