জামালপুরে ৩৮৮ বস্তা ত্রাণের চাল ব্যবসায়ীর গুদামে

|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||

জেলার ইসলামপুরে তিন ব্যবসায়ীর গুদামে মিলল ১৯ হাজার ৪শ’ কেজি ত্রাণের চাল। স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরার সহায়তায় গুঠাইল বাজারের ৩টি গুদাম থেকে ৩৮৮ বস্তায় মোট ১৯ হাজার ৪০০ কেজি সরকারি সহায়তার চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।

সংসদ সদস্য হোসনে আরা ব্যবসায়ীর গুদামে এসব ত্রাণের চাল রয়েছে এমন খবর দেন উপজেলা নির্বাহী অফিসারকে। পরে সোমবার ভোররাতে উপজেলা নির্বাহী অফিসার ও সংসদ সদস্য হোসনে আরা গুঠাইল বাজারে অভিযান চালিয়ে ৩টি গুদাম সিলগালা করেন। দুপুরে ৩টি গুদাম থেকে সরকারি সহায়তার ৩৮৮ বস্তা চাল জব্দ করা হয়। পরে এসব চাল পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, স্থানীয় চাল ব্যবসায়ী নন্দু মিয়া, মোশাররফ হোসেন ও মোয়াজ্জেম হোসেনের গুদামে এসব চাল পাওয়া গেছে। তাদের তিনজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

সংসদ সদস্য হোসনে আরা বেগম বলেন, স্থানীয়দের কাছ থেকে এই চাল মজুদের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে নিয়ে রাত ২টায় গুদাম ৩টি সিলগালা করি। এই তিন ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক বিচার হবে বলে জানান তিনি।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন