|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
পঞ্চম ধাপে ২৮শে ফেব্রুয়ারি জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন এবং ইসলামী আন্দোলন একজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার বিকেলে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের জন্য বরাদ্দ প্রতীক পান। প্রতীক হাতে পেয়েই প্রার্থীরা শুরু করেছেন ভোটপ্রচার-প্রচারণা। এখন দেখার পালা কে হচ্ছেন জামালপুরের মতো প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পৌরসভার নগরপিতা।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Jamalpur-2-300x195.jpg?resize=1200%2C780&ssl=1)
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলছেন, ২৮শে ফেব্রুয়ারি পৌরনির্বাচনে আমি মেয়র হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে পৌরবাসীর সেবক হিসেবে কাজ করা, পৌরসভার পানি নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তাঘাট ও মাষ্টার ড্রেন নির্মাণের পাশাপাশি অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকা এবং পৌরবাসীকে সঠিকভাবে সেবা দেয়া। পৌরবাসীই সব কিছুর মালিক, আমি শুধু তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।
এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের কদরও তেমনি বাড়ছে। দিন কিংবা রাত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। নেতাকর্মীরা মনে করেন, পরীক্ষিত যোগ্য প্রার্থীর হাতে নৌকা প্রতীক তুলে দেয়ায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা। দলীয় বিভেদ ভুলে তারা দলীয় প্রার্থীর পক্ষে এখন একজোট হয়ে প্রচারণায় নেমেছেন।
অপরদিকে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। ইতোমধ্যে বিএনপির মেয়র প্রার্থী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই নির্বাচনী আলোচনা সভা, মতবিনিময় ও দলের নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক করেছেন।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/IMG_20210212_191207-300x207.jpg?resize=1200%2C828&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/IMG_20210212_191207-300x207.jpg?resize=1200%2C828&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/IMG_20210212_191207-300x207.jpg?resize=1200%2C828&ssl=1)
এছাড়া হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি মোস্তফাও তার কর্মী-সমর্থক নিয়ে প্রচারণায় নেমেছেন।
মেয়র প্রার্থী ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও তাদের কর্মী-সমর্থক নিয়ে নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্ট চালাচ্ছেন।
জামালপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এছাড়া ১২টি ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামালপুর পৌরসভার ৪২টি ভোট কেন্দ্রে ৩৪১টি কক্ষ রয়েছে। এসব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।