জামালপুরে ভবন ভাঙ্গতে গিয়ে শ্রমিকের মৃত্যু

জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||

জামালপুর শহরে একতলা বিশিষ্ট পুরাতন ভবন ভাঙ্গতে গিয়ে ভীম ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় অপর এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত আলমগীর শেরপুর জেলার চরপক্ষীমারি ইউনিয়নের নয়াবাগদি গ্রামের মো: খলিলের ছেলে এবং আহত মজিদ একই গ্রামের মো: নবীর ছেলে।

বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেলে শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মুক্তিযোদ্ধা সুজায়েত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিকের ছেলে মতিউল্লাহ আজম জানান, গত ৪দিন ধরে ৪জন শ্রমিক বাড়ি ভাঙ্গার কাজ করছিলো। বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে একটি ভীম ধসে শ্রমিকের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  আহত আরেক জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।  

ঘটনাস্থলে থাকা নির্মাণ শ্রমিক আলমগীর জানান, মৃত এবং আহত দুই জনই ভীমের নিচে কাজ করছিলো।হঠাৎ করেই এই দূর্ঘটনা ঘটে। মৃতের পরিবার দরিদ্র থাকায় আর্থিক সহায়তার দাবি করেন তিনি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালেমুজ্জামান জানান,  মৃত আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন