|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
জেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও রাস্তা, সেতু ও কালভার্টগুলোর বিস্তর ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ রাস্তাঘাটে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর বলছে, শুধু তাদের ব্যবস্থাপনার অধীন যেসব রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো সারাতেই টাকা লাগবে প্রায় ৫০০ কোটি।
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানিয়েছেন- বন্যার কারনে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ রাস্তা ও সেতু মেরামত ও পুনর্নিমাণের কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। এগেুলো অনুমোদন হওয়ার পরই খুব দ্রুত সময়ের মধ্যে এসব ক্ষতিগ্রস্থ রাস্তা পুনসংস্কার ও পুনর্নির্মান করা হবে।
জামালপুরের এলজিইডির তথ্যামতে এবারের বন্যায় জেলার ৭ উপজেলার রাস্তা, সেতু ও কালভার্টের যে ক্ষতি হয়েছে তার আর্থিক পরিমান ৪৬৯ দশমিক ২৫ কোটি টাকা। এই ৭ উপজেলার ৩১৯ টি রাস্তার ৭২১ দশমিক ২১ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে এবারের বন্যায়। এছাড়া ৭৯টি সেতু ও কালভার্ট সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমান নিরুপণ করা হয়েছে ৪৬৯ দশমিক ২৫ কোটি টাকা।
এসব ক্ষতিগ্রস্থ এলাকার যাতায়াতকারী ও যানবাহন চালকরা বলেন, সড়কগুলোর অবস্থা এতই বেহাল যে খালি গাড়ি পারাপার করতে গিয়ে হিমশিম খেতে হয়। অনেক সময় দুর্ঘটনায় পড়ে যানবাহনের ক্ষতির পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন যাত্রীরা। এছাড়া সেতু ও কালভার্ট ভেঙ্গে যাওয়ায় অনেক এলাকাতেই নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে।