জামালপুরে ত্রানের চাল-আলু নিয়ে নিল গরীবেরা

|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরের পৌর এলাকার মুকন্দপুরে ত্রাণের চাল ও আলু বোঝাই গাড়ি থেকে সব খাদ্যসামগ্রী নিয়ে গেছে স্থানীয় গরীব মানুষেরা। রোববার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানিয়েছেন, সকাল ১১টার দিকে সিংহজানী খাদ্য গুদাম থেকে ত্রাণের ৬শ’ প্যাকেট চাল ও ৬শ’ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়াবাজার আসছিল। ট্রাকটি মুকন্দপুর আসলে কর্মহীন কয়েকশ’ নারী-পুরুষ সেটি আটকে দেয়। এবং ত্রানের এসব চাল ও আলু যে যার মত নিয়ে যায়।
পৌরমেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি বলেন, ‘পৌর এলাকার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের গরীব মানুষের জন্য ১০ কেজি করে ৬শ’ প্যাকেট চাল ও তিন কেজি করে ৬শ’ প্যাকেট আলু সিংগজানী খাদ্য গুদাম থেকে নেওয়ার পথে এগুলো লুট হয়ে যায়।
বিক্ষুব্ধ গরিব মানুষেরা জানান, প্রায় মাসখানেক ধরে তারা অনাহারে অর্ধাহারে রয়েছেন। নানাস্থানে ধরনা দিয়েও তারা কোন ত্রান পাননি। তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে রাখা হয়েছে জানিয়ে এসব গরীব মানুষেরা এও জানান, মাস খানেক আগে ভোটার আইডি নিলেও তাদেরকে কোন চাল দেওয়া হয়নি।
এদিকে ত্রাণ না দেওয়ার কথা অস্বীকার করে জামালপুর পৌরসভায় মেয়র মীর্জা সাখায়াতুল হক মনি বলেন, একটু সমস্যা হয়েছিল ঠিকই। কিন্তু অসহায় ৫০০ মানুষের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন