জামালপুরে করোনা সংক্রমণ রোধে মাঠে নেমেছে জেলা পুলিশ

‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিরতণ করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||

‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিরতণ করা হয়েছে। 

রোববার (২১ মার্চ) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

এসময় পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের অন্যোন্য সদস্যদের নিয়ে বিভিন্ন যানবাহনের চালক, আরোহী ও পথচারিদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এবং যারা মাস্ক ছাড়া বের হয়েছে তাদের মধ্যে বিতরণ করেন।  জেলা পুলিশের এই কার্যক্রম চলবে আগামী ২৬শে মার্চ পর্যন্ত বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সীমা রানী সরকার সহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন