|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
জামালপুরে ইউ এন ফুড সিস্টেম সামিট-২০২১ এর উপ-জাতীয় সংলাপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪শে মার্চ সকালে জামালপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘খাদ্যে পুষ্টি নিশ্চিত এবং নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। মানুষের সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই।’
অনু্ষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব শাহনওয়াজ দিলরুবা খান, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, প্রধান নির্বাহী খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, ইউ এন ফুড সিস্টেমস সামিট বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন খাদ্য মন্ত্রণালয়ের এফপিএমইউ’র সহযোগী গবেষণা পরিচালক মোস্তফা ফারুক আল বান্না ও গেইনের প্রতিনিধি আশেক মাহফুজ প্রমুখ।
কর্মশালায় খাদ্য ব্যবস্থার বর্তমান অবস্থা, খাদ্য ব্যবস্থার সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ এবং খাদ্য ব্যবস্থার চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান।