জামালপুরের মেলান্দহে নৌকা ডুবে ২ শিশুসহ প্রাণ গেল ৩ জনের

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাগবাড়ি বিলে নৌকাডুবে দুই শিশুসহ মারা গেছে তিনজন। শিশুদের নাম আফসিয়া সুলতানা ও তাহিম। রোববার সন্ধ্যা ৬টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ।

|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাগবাড়ি বিলে নৌকাডুবে দুই শিশুসহ মারা গেছে তিনজন। শিশুদের নাম আফসিয়া সুলতানা ও তাহিম। রোববার সন্ধ্যা ৬টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাগবাড়ি বিলে নৌকায় ঘুরতে যায় তারা। বেড়ানোর সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা ৬ জনকে জীবিত উদ্ধার করে। কিন্তু অনেক খোজাখুঁজির পর ৮ বছর বয়সী আফসিয়া সুলতানা , ৭ বছরের তাহিম এবং ২৮ বছরের যুবক নূরনবীকে অচেতন অবস্থায় উদ্ধার করা যায়। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিন নৌকা ডুবিতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন